জিম্বাবুয়ে সিরিজ শেষ লিটনের, অনিশ্চিত এশিয়া কাপেও
জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক পরাজয়ের পর আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। ফর্মের তুঙ্গে থাকা ব্যাটার লিটন কুমার দাসকে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচের জন্য হারিয়েছে টাইগাররা। এমনকি এশিয়া কাপও খেলা না হতে পারে তার। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে গেলেন তিন থেকে চার সপ্তাহের জন্য।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওডিআইতে দুর্দান্ত ব্যাটিং করছিলেন লিটন। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৮১ রান করার পরই ডান পায়ের পেশিতে টান লাগে তার। এরপরই স্ট্রেচারে করে ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন এলকেডি।
লিটনের ইনজুরির বিষয়ে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেক আলফেসানির মাধ্যমে এক ভিডিও বার্তায় বিসিবি জানিয়েছে, ‘আমরা লিটনের ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির জায়গাটা স্ক্যান করে দেখেছি। রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে, গ্রেড-২ মাসল স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন তিনি।’
এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। আগামীকাল কিংবা পরশু আরও পরীক্ষা-নীরিক্ষা করা হবে এবং তার রিহ্যাবের জন্য পরিকল্পনা নেয়া হবে।
এদিকে হারারেতে একই ম্যাচে চোট পেয়েছেন মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম। মুশফিক ফিল্ডিংয়েও নামেননি। শরীফুল একবার স্ট্রেচারে করে উঠে গিয়ে ফিরে আসলেও আবার উঠে যান। তবে তাঁদের দুজনের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক।