রাতে জিম্বাবুয়ে যাচ্ছেন নাঈম শেখ ও এবাদত
জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের শেষ দুই ওডিআইতে খেলতে হারারের উদ্দেশ্যে রাতে রওয়ানা দিচ্ছেন ওপেনার নাঈম শেখ ও পেসার এবাদত হোসেন। বাংলাদেশ দলের একের পর এক খেলোয়াড় ইনজুরিতে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
জিম্বাবুয়ের কাছে একে তো লজ্জাজনক পরাজয়; তার উপর কয়েকজন খেলোয়াড়ের ইনজুরি। যা দুশ্চিন্তার ভাঝ পড়েছে নির্বাচকদের কপালে। সাইড বেঞ্চে ব্যাকআপ খেলোয়াড়ের সঙ্কট। যার ফলে নাঈম শেখ ও ইবাদতের কপাল খুলল।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন ফর্মের তুঙ্গে থাকা ব্যাটার লিটন কুমার দাস। একই ম্যাচে চোট পেয়েছেন মুশফিকুর রহিম ও শরীফুল ইসলাম। তবে তাঁদের দুজনের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক।