জয়ের স্বপ্ন দেখিয়ে হারল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করে হারল তারুণ্য নির্ভর বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানের হার দেখল নুরুল হাসান সোহানের দল। জিম্বাবুয়ের দেয়া ২০৬ রানের লক্ষ্যে ৬ উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা।
শনিবার হারারে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমেওয়েসলি মেদভেরে ও সিকান্দার রাজার অর্ধশতরানে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান তুলে স্বাগতিকরা।
দলের ওপেনাররা সফল না হলেও চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশি বোলারদের রীতিমতো শাসন করতে থাকেন সিকান্দার রাজা ও ওয়েসলি মেদভেরে। এ সময় দুজন মিলে গড়েন অপ্রতিরোধ্য ৯১ রানের জুটি। তাতেই পাহাড় সম সংগ্রহ পায় স্বাগতিকরা। এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন।
৪৬ বলে নয় চারে ৬৭ রান তুলে রিটায়ার্ড হার্ট হন মেদভেরে। এদিকে শেষ পর্যন্ত খেলে যান সিকান্দার রাজা। মাত্র ২৬ বলে সাতটি চার ও চারটি ছয়ে ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি।
২০৬ রানের বড় লক্ষ্যে বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন লিটন দাস আর মুনিম শাহরিয়ার। দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন মুনিম (৪)। তারপরই দলের হয়ে হাল ধরেন লিটন দাস ও এনামুল হক বিজয়। লিটন ব্যাক্তিগত ১৮ বলে ৩২ রান করে অদ্ভুত এক রান আউটে ড্রেসিং রুমের পথ ধরেন।
এরপরই দলের রান বাড়াতে হাত খুলে খেলতে থাকেন বিজয় । তবে বেশিদূর আগাতে পারেননি তিনিও। সিকানদার রাজা বলে আউট হওয়ার আগে তিনি করেন ২৬ রান। এছাড়া শান্ত করে ৩৭ রান।
তবে নতুন অধিনায়কত্ব পাওয়া নুরুল হাসান সোহান দলকে শেষ আশার আলো দেখাচ্ছিলেন। মোসাদ্দেক হোসেনকে সাথে নিয়ে জয়ের পথেই এগোচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর হলো না। ফলে ১৮৮ রানে থেমেছে টাইগারদের ইনিংস।