জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে নতুন এক বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (শনিবার) মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। হারারে স্পোর্টস গ্রাউন্ডে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা।
পঞ্চপাণ্ডবের একজনকেও ছাড়া এবারই প্রথম মাঠে নামছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্রথমবারের মত ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নামবে টিম টাইগার্স।
এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস জোগাতে জয় দিয়েই আসর শুরু করতে চায় তারুণ্য নির্ভর বাংলাদেশ। অন্যদিকে,সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়া জিম্বাবুয়েও বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে চায়।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স আশানুরূপ না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই শক্তিশালী টাইগাররা। জিম্বাবুয়েনদের বিপক্ষে সীমিত ওভারের এই ফরম্যাটে ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
১১ বারই জয় পেয়েছে টাইগাররা। ঘরের মাটিতেও বাংলাদেশের বিপক্ষে দাপট দেখাতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। নিজেদের মাঠে ৫টি টি-টোয়েন্টি খেলে ৩টিতেই হেরেছে বাংলাদেশের কাছে।
বাংলাদেশ সময় বিকেল ৫টায় হারারে স্পোর্টস গ্রাউন্ডে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। খেলাটি সরাসরি দেখাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।