আইসিসির সদস্য পদ পেল নতুন ৩ দেশ
ক্রিকেট খেলার দেশ হিসেবে আরও তিনটি নতুন দেশকে সদস্যপদ দিয়েছে আইসিসি। মঙ্গলবার রাতে বার্মিংহামে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে স্বীকৃত ক্রিকেট খেলা দেশের সংখ্যা এখন ১০৮-এ উন্নীত হয়েছে।
আইসিসির তিনটি সহযোগী সদস্য হিসেবে অনুমোদন পাওয়া দেশ গুলো হলো, এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্ট।
এই ৩ দেশের সদস্যপদ পাবার পর আইসিসির মোট সদস্য এখন ১০৮, যেখানে ৯৬ টি দেশ সহযোগী। বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, ইংল্যান্ড আইসিসির পূর্ণ সদস্য।
কম্বোডিয়া ও উজবেকিস্তান সহ এশিয়া থেকে আইসিসির সদস্যপদ পাওয়া দেশ এখন ২৫টি। আফ্রিকা থেকে আইভরি কোস্ট ২১ তম সদস্যপদ পাওয়া দেশ।
ক্রিকেট খেলার দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রধান মাপকাঠি হলো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত আয়োজন। এই মাপকাঠিতে কমপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করা উচিত। এবং পুরুষদের সমান বয়সের সাথে মিল রেখে মহিলাদের দলও থাকা উচিত। এই দেশগুলো সেই শর্ত পূরণ করে উতরে গেছে।
অন্যদিকে, আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল ইউক্রেনও। তবে দেশটির অবস্থা ক্রিকেট পরিচালনার জন্য পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত আবেদন ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি।