খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

আমরা জন্মগতভাবেই এরকম, চাইলেই রাসেল-পোলার্ড হতে পারব না: মেহেদী

0

টেস্ট কিংবা ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের গুরুত্ব অনেক বেশি। ঠিক এই জায়গায় টাইগার ব্যাটাররা পিছিয়ে বিশ্বের অন্যান্য ব্যাটারদের থেকে। এমনটাই দাবি টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের।

ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে সফল হতে স্কিল, টেকনিকের পাশাপাশি ব্যাটারদের পাওয়ার হিটিংয়েও দক্ষতা থাকতে হয়। কিন্তু টপ অর্ডার হোক, মিডল অর্ডার কিংবা লেট অর্ডার- বাংলাদেশের ব্যাটারদের এই জায়গাতে ঘাটতি রয়েই গেছে।

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে আজ দুপুরে (মঙ্গলবার) মিরপুরে সংবাদমাধ্যমকে মেহেদী বলেন, ‘দেখুন, আমরা বাংলাদেশি, আমরা কেউই পাওয়ার হিটার না। আমরা চাইলে আন্দ্রে রাসেল বা পোলার্ড হতে পারব না। আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু আছে তা দিয়ে যতটা উন্নতি করা যায়।’

দলে একজন জুতসই পাওয়ার হিটিং কোচ প্রয়োজন বলে মনে করেন মেহেদী। তবে এও জানিয়ে রাখলেন, বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের যে স্কিল আছে সেটি কোচ নিয়োগ দিয়েও খুব বেশি বাড়ানো সম্ভব নয়।

মেহেদীর ব্যাখ্যা, ‘হ্যাঁ পাওয়ার হিটিং কোচের দরকার। তবে আপনার যে স্কিল আছে, একে কোচ হয়ত ১০ শতাংশ এগিয়ে দিবে। কিন্তু ৩০ শতাংশকে ১০০ শতাংশকে পৌঁছে দিতে পারবে না। আমরা জন্মগতভাবেই এরকম। রাতারাতি পরিবর্তন করা মনে হয় না সম্ভব। আমরা প্রায় ১৫ বছরের মত আন্তর্জাতিক টি-২০ খেলে ফেলেছি। হলে আরও আগেই হয়ে যেত। যেহেতু হচ্ছে না, আমাদের এটা নিয়ে আরও কাজ করতে হবে।

পাওয়ার হিটার না হলেও মার কাটারি ব্যাটসম্যান হিসেবে মেহেদী সুপরিচিত। দেশের হয়ে ৩৪ টি-টোয়েন্টিতে ১০২ স্ট্রাইকরেটে করেছেন ২২২ রান। ওপেনিং হতে শুরু করে তিন-চারেও ব্যাটিং করেছেন। তবে সবচেয়ে বেশি ব্যাটিং করেন আট নম্বর পজিশনে। চার-ছক্কা মেরে ইনিংস শুরু করলেও দীর্ঘ করতে পারেননি। সর্বোচ্চ অপরাজিত ৩০।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy