খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪

অধিনায়কত্ব পেয়ে যা বললেন সোহান

0

আসন্ন জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি অধিনায়ক করে দল পাঠাচ্ছে বিসিবি। খেলোয়াড় হিসেবে তার পায়ের নিচের জমিন এখনও পাকাপোক্ত হয়নি। সেখানে হুট করে বানিয়ে দেওয়া হয়েছে অধিনায়ক। স্বাভাবিকভাবেই সোহানকে এখানে রোমাঞ্চ স্পর্শ করার কথা। কিন্তু সেই রোমাঞ্চ আপাতত স্পর্শ করছে না তাঁকে। নেতৃত্ব নিয়ে বেশি ভাবছেনও তিনি। বরং বিষয়টি সহজেই গ্রহণ করছেন উইকেটকিপার এই ব্যাটার।

ক্রিকেট মাঠে বেশ আগ্রাসী মনোভাব দেখা যায় নুরুল হাসান সোহানের। উইকেটের পেছনে থেকে নানাভাবে সতীর্থদের উৎসহ দেন তিনি। প্রতিপক্ষের প্রতিও আগ্রাসী থাকেন। এবার অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেও সোহান তেমনভাবেই ভরডরহীন ক্রিকেটার খেলার বার্তা দিলেন।

জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সোহান। অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনের অনুভূতি কেমন জানতে চাইলে সোহান বলেন, ‘এটা (অধিনায়ক) তো অবশ্যই গর্বের ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জ আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চ দেখানোর সুযোগ নেই। আমার কাছে মনে হয়, দল হিসেবে এবং নিজেদের সেরা দেওয়াটাই মূল লক্ষ্য। ’

এদিকে সোহানের নেতৃত্বের ব্যাপারে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘যোগ্য বলেই অধিনায়কত্ব পেয়েছে সোহান।’ সাকিবের ভাষ্য, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য এবং বিসিবি মনে করেছে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy