বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব, কোচিংয়ে ফাহিম-আফতাব
আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি বদ্ধ হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া কোচিং প্যানেলে থাকবেন আফতাব-নাজমুল আবেদীন ফাহিমের মত বিশেষজ্ঞরা।
আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা না গেলেও একাধিক সুত্রে জানা গেছে, সাকিবকে দলে ভেড়ানোর ব্যাপারে অনেকটা এগিয়ে বাংলা টাইগার্স। এমনকি টাইগার অলরাউন্ডারের সাথে কথা পাকাপাকি হলে তার কাঁধেই উঠতে পারে নেতৃত্ব।
এছাড়া, টি টেনের এবারের আসরের টাইগার্সের মেন্টর হিসেবে থাকতে পারে সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচের ভূমিকায় থাকবেন চট্টলার আফতাব আহমেদ। এবং ফিটনেস ট্রেনার হিসেবে থাকবেন বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের সাবেক জনপ্রিয় ট্রেনার রিচার্ড স্টয়নিয়ার।
বাংলা টাইগার্স ছাড়াও টিম আবু ধাবি, চেন্নাই ব্রেভার্স, ডেক্কান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারিয়র্স; এই ছয় দল নিয়ে ২৩ নভেম্বর টি-টেন এর এবারের আসর মাঠে গড়ানোর কথা।