পন্থ-হার্দিক ঝলকে ইংলিশদের হারিয়ে ওয়ানডে সিরিজ জয় ভারতের
পন্থের অবিশ্বাস্য সেঞ্চুরি, ব্যাটে বলে অনবদ্য হার্দিকে ওয়ানডে সিরিজেও জয় ভারতের। তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ম্যান ইন ব্লুজরা। ইংল্যান্ডে টেস্ট সিরিজ ২-২ ড্র হওয়ার পর টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ২-১ এ জিতল ভারত।
ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৯ রান তোলে ইংল্যান্ড। রানের খাতা না খুলতেই আউট ওপেনার জনি বেয়ারস্টো। আরেক ওপেনার জেসন রয় ৪১ রান করে আউট হন। ব্রাইডন কার্স ৩ রান করে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া ৪ টি, চাহাল ৩ টি ও সিরাজ ২ টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪২.১ ওভারেই জয়ের বন্দরে নোঙ্গর করে ভারত। ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় রোহিতরা। দুই ওপেনার রোহিত শর্মা ১৭(১৭) এবং শিখর ধাওয়ান ১(৩) রান করেন। অন্যদিনের মত ব্যর্থ বিরাট কোহলি। ১৭(২২) রানে সাজঘরের রাস্তা দেখেন বিরাট।
এরপর ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে ভর করেই জয়ের লক্ষ্যে এগোচ্ছিল ভারত। হার্দিক ৭১(৫৫) রানের দুরন্ত ইনিংস খেলে আউট হয়ে গেলেও শেষ অবধি ক্রিজে থাকেন পন্থ। ১২৫(১১৩) রানের অনবদ্য ইনিংস খেলে ভারতকে সিরিজ জিতিয়েই মাঠ ছাড়েন পন্থ।
ইংল্যান্ডের হয়ে ৩ টি উইকেট নেন রিস টপলি। ১ টি করে উইকেট পান ব্রিডন কার্স এবং ক্রেইগ ওভারটন। টেস্ট সিরিজে ড্র হলেও সাদা বলে বাজিমাত করল ম্যান ইন ব্লুজরা।