চলতি বছর এশিয়া কাপের আয়োজক দেশ ছিল শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার পরও এশিয়া কাপ আয়োজনে অনড় ছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে এবার ইএসপিএন ক্রিকইনফো দিচ্ছে ভিন্ন তথ্য। তাদের দাবি, শ্রীলঙ্কায় নয়; এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
ক্রিকইনফোর তথ্যমতে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বলছে, ১৬ দিনের টুর্নামেন্টটি শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। ২৬ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আসরটি হওয়ার কথা রয়েছে।
জনপ্রিয় ওয়েবসাইটটির খবরে আরো বলা হয়েছে, লঙ্কান বোর্ড টুর্নামেন্টটি আয়োজন করতে রাজি ছিল। কিন্তু গত এক সপ্তাহে পরিস্থিতি ব্যাপকভাবে পরিবর্তিন হয়েছে। দেশটির রাষ্ট্রপতি দেশ ছেড়েছেন। নতুন রাষ্ট্রপতি শপথ নিয়েছেন। বিক্ষোভে উত্তাল পুরো দেশটি।
এদিকে, এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে বাছাই পর্বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত ২০ থেকে ২৬ আগস্টের মধ্যে নিজেদের ভেতর লড়াই করবে।
বাছাইপর্ব থেকে একটি দল জায়গা করে নেবে মূল আসরে। যেখানে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে।