খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪

পেট্রলের অভাবে অনুশীলনে যেতে পারছেন না শ্রীলঙ্কান ক্রিকেটার

0

স্বাধীনতার পর ইতিহাসে সবচেয়ে জ্বালানি তেলের তীব্র সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে গত কয়েক মাস ধরে গণবিক্ষোভ করছে শ্রীলঙ্কার জনগণ। দাম দিয়েও মিলছে না নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।নিস্তার নেই কোনো স্তরের মানুষেরই।

দিনের পর দিন পেট্রল পাম্পের বাইরে লম্বা লাইনে অপেক্ষা করেও গাড়িতে মিলছে না পেট্রল। এতে ভুগছেন লঙ্কান ক্রিকেটার চামিকা করুণারত্নেও। জ্বালানির অভাবে অনুশীলনে যেতে পারছেন না তিনি।

সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাক্ষাৎকারে এই লঙ্কান পেসার জানায়, ‘ দুই দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর ভাগ্যক্রমে পেট্রল পেয়েছি। তাই অনুশীলনেও যেতে পারিনি। অবশেষে আজ পেট্রল পেলাম। তা-ও আবার ১০ হাজার টাকার। খুব বেশি হলে দু-তিন দিন চলবে। এভাবে পেট্রলের অভাব হলে আর কীভাবে যাব?’

এমন পরিস্থিতিতেই শ্রীলঙ্কার সামনে এশিয়া কাপ আয়োজনের চ্যালেঞ্জ। আসন্ন এশিয়া কাপ আয়োজন নিয়ে এই লঙ্কান ক্রিকেটার বলেন, ‘সাম্প্রতিক সংকট নিয়ে উদ্বেগ আছে বটে, তবে এর মাঝেও ২০২২ এশিয়া কাপ শ্রীলঙ্কার আয়োজন করা, সেখানে অংশগ্রহণ করা টাকে ইতিবাচকভাবেই দেখছি আমি।

আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুত এবং আমি মনে করি বড় আসরের জন্য দেশটি যথেষ্ট জ্বালানি জোগাবে। আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছি এবং ম্যাচটা ভালো হয়েছে। এমনকি এশিয়া কাপের প্রস্তুতিও চলছে।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy