হোয়াইটওয়াশের লক্ষ্যে শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ
টেস্ট কিংবা টি-টোয়েন্টি, কোনটিতে পেরে উঠতে না পারলেও ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে তামিম ইকবালের দল।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যাওয়ায়, শেষটি আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হয়েছে।
এর আগে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও তিন ম্যাচ টি-২০তে ২-০ (প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত) ব্যবধানে সিরিজ হার বাংলাদেশের। তবে ওয়ানডেতে ঠিকই আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে জিতেছে ছয় উইকেটে। দ্বিতীয় ওডিআইতে উইন্ডিজকে ১০৮ রানে অলআউট করে জিতে নেয় ৯ উইকেটের বড় ব্যবধানে।
এদিকে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই মূল একাদশে আসতে পারে ভিন্নতা। টপঅর্ডার ব্যাটসম্যানদের বিশ্রামে দিয়ে বেঞ্চে থাকা তিন খেলোয়াড় এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও এবাদত হোসেনদের একাদশে জায়গা করে দিতে পারেন নির্বাচকরা।