দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ দল। বোলারদের দাপটে সিরিজের প্রথম ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে দ্বিতীয় ম্যাচে নয় উইকেটের বিশাল জয় পেল সফরকারীরা। এতে তামিমের নেতৃত্বে টানা পঞ্চম সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।
বুধবার গায়ানায় টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে শুরুর ১০ ওভারে দেখে শুনে খেলে স্কোর বোর্ডে মাত্র ২৬ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাত হানে তাসকিনের বদলে এই ম্যাচে দলে ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত।
ইনিংসের ১১তম ওভারে মোসাদ্দেকের বলে বোল্ড হয়ে ৩৬ বলে মাত্র ১৭ রান করে সাজঘরে ফিরে উইন্ডিজ ওপেনার কাইল মায়ার্স। এর পরপরই টাইগারদের হয়ে একে একে আঘাত হানতে থাকে নাসুম আহমেদ, মেহেদী মিরাজরা। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন কিমো পল।
টাইগারদের হয়ে একাই চার উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া নাসুম আহমেদ তিনটি ও মোসাদ্দেক, শরিফুল নেন একটি করে উইকেট।
জবাবে ছোট লক্ষ্য ব্যাট করতে মাত্র ২০ রান করে নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফিরলেও। বাকি সময় হেলেদুলে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ দল। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া লিটন দাসের ব্যাট থেকে আসে ৩২ রান। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টানা দশম ম্যাচ জয় এবং সপ্তম সিরিজ জয়।