প্রথম সেট হেরেও উইম্বলডনের ফাইনালে জোকোভিচ। সেমিফাইনালে ইংল্যান্ডের নরিকে হারালেন ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে। এ নিয়ে অষ্টমবারের মতো উইম্বলডনের ফাইনালে পৌঁছে যান জকোভিচ। এই ম্যাচ জিততে নোভাক নিয়েছেন দুই ঘণ্টা ৩৪ মিনিট।
নরি প্রথম সেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। জকোভিচ, তার ১১ তম উইম্বলডন সেমিফাইনাল খেলছিলেন। তিনি দ্বিতীয় সেট থেকে লড়াইয়ে ফিরে আসেন এবং দ্বিতীয় সেট জিতে ম্যাচ ১-১ সমতায় ফেরান। তৃতীয় সেটেও জকোভিচ তার আক্রমণাত্মক অবস্থান অব্যাহত রাখেন এবং নোরির দুর্বল গ্রাউন্ডস্ট্রোকের সুবিধা নিতে শুরু করেন।
২০২২ উইম্বলডনে পুরুষদের সিঙ্গলস বিভাগের ফাইনালে এবার অস্ট্রেলিয়ার নিক কির্গিয়সের মুখোমুখি হবেন সার্বিয়ার নোভাক জকোভিচ।