দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্ল্যাটার-প্লাতিনি
টাকার বিনিময়ে কাতারকে বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ থেকে শেষ পর্যন্ত মুক্ত হলেন সাবেক কিংবদন্তী ফরাসি ফুটবলার মিশেল প্লাতিনি ও সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার।
শুক্রবার সুইজারল্যান্ডের বেল্লিনজোনার ফেডারেল ফৌজদারি আদালতের বিচারক দুজনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছেন। সেই সঙ্গে ছয় বছরের বেশি সময় কেটে যাওয়া সত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ উপস্থিত না করতে পারার জন্য সরকারি আইনজীবীকে তিরষ্কার করেছেন।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ বেছে নেওয়ার জন্য ২০১০ সালে ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হয়। অভিযোগ ওঠে, ওই কংগ্রেসকে ঘিরে আয়োজক দেশ নির্ধারণ করতে নয়ছয় করে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফা প্রধান মিশেল প্লাতিনি।
ব্ল্যাটার ও প্লাতিনির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১১ সালে প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা হেরফের করেছেন। ওই অভিযোগের প্রেক্ষিতে পদ হারাতে হয় দু’জনকেই। এমনকী প্লাতিনিকে গ্রেফতার করেছিল ফরাসি পুলিশের দুর্নীতি দমন শাখা।