চোটের কারণে উইম্বলডন অভিযান শেষ রাফায়েল নাদালের। পেটের পেশির চোটের কারণে উইম্বলডনে সেমিফাইনালে নিক কিরিওসের বিপক্ষে খেলা হচ্ছেনা তার। বৃহস্পতিবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।
চলতি বছরের প্রথম দুটো গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছেন নাদাল। এবার ক্যালেন্ডার স্লাম জেতার সুযোগ আছে। রড লেভারকে ছোঁয়ার হাতছানি রয়েছে নাদালের সামনে। ১৯৬৯ সালে এই রেকর্ড করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। এই নজির আর কারোর নেই। তবে শেষপর্যন্ত চোটের কাছেই হার মানলেন স্প্যানিশ এই তারকা।
সংবাদ সম্মেলনে সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানো ব্যাপারে তিনি বলেন, ‘পেটের পেশির যন্ত্রণার কারণে আমি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এই অবস্থায় টানা দুই ম্যাচ জয়ের চিন্তাও করতে পারছি না। সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানোর কারণে আমার মন খুব খারাপ।’
এদিকে নারীদের এককে কী অবিশ্বাস্য সময়ই না কাটাচ্ছেন ওনস জাবির। উইম্বলডনে একের পর এক ম্যাচ দাপটের সঙ্গে জিতে ফাইনালে পৌঁছে গেছেন এই তিউনিশিয়ান টেনিস তারকা। আর মাত্র একটা ম্যাচ, সেটা জিতলেই কিংবদন্তির অংশ হয়ে যাবেন জাবির। প্রথম আরব নারী হিসেবে গ্র্যান্ডস্লাম শিরোপা ছুঁয়ে দেখতে আগামী শনিবার (৯ জুলাই) সেন্টার কোর্টে নামবেন তিনি।