পান্ডিয়ার অলরাউন্ডার নৈপুণ্যে ইংল্যান্ডকে হারাল ভারত
হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডার নৈপুণ্যে তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে ৫০ রানের বিশাল জয় পায় ভারত। টিম ইন্ডিয়ার দেয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৮ রানেই থেমে যায় ইংল্যান্ডদের ইনিংস।
সাউদাম্পটনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে শুরুতে ভালো কিছু ইঙ্গিত দিয়েও মাত্র ২৪ রানে থামে অধিনায়ক রোহিত শর্মা। আরেক ওপেনার ইশান কিশান সুবিধা করতে না পারায় দ্রুত ফিরেন সাজ ঘরে।
এমন অবস্থায় ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে উল্টো ইংলিশ বোলারদের উপর চাপ সৃষ্টি করতে থাকে দুই ভারতীয় ব্যাটার দীপক হুডা ও সূর্যকুমার যাদব। ১৭ বলে ৩৩ করে দীপক ও ১৯ বলে ৩৯ রান করে সূর্যকুমার সাজ ঘরে ফিরলেও দলের হয়ে বাকি কাজটুকু সারেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
পান্ডিয়ার ৩৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।
জবাবে বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় বোলাদের তোপে দলীয় ৩৩ রানেই চার উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই শুরুতেই সাজ ঘরে ফিরেন ইংলিশ ওপেনার জস বাটলার। আরেক ওপেনার জেসন রয়ও ফিরেন মাত্র ৪ রান করে।
এরপর অবশ্য হ্যারি ব্রুক ও মঈন আলির ৬১ রানের জুটিতে কিছুটা প্রতিরোধের চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি ইংলিশদের। ইনিংসে তিন বল বাকি থাকতেই দলীয় ১৪৮ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এদিকে ভারতের হয়ে বল হাতে একাই ৪ উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া। এ জয়ে তিন ম্যাচ সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল অধিনায়ক রোহিত শর্মার দল।