জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ দল। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেললেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। এ খবর এখন সবারই জানা। তবে এ বার জানা গেল, আসন্ন জিম্বাবুয়ে সফরেও থাকছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার।
উইন্ডিজ সফর থেকে ফিরে সপ্তাহখানেক বিশ্রামের পরই জুলাইয়ের শেষে জিম্বাবুয়ে যাবে টাইগাররা। সেই সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে তারা।
এদিকে সাকিব না গেলেও জিম্বাবুয়ে সফরে ‘শক্ত’ দল পাঠানো হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘অনেকে বলছিল দ্বিতীয় সারির দল যাবে। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।’
এছাড়া ওয়ানডে সিরিজ শুরুর আগে ২৫ জুলাই অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ২৮ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৩০ জুলাই এবং ১ আগস্ট। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬ এবং ৮ আগস্ট। আর সবগুলো ম্যাচই হবে হারারেতে।