সিরিজ হার এড়াতে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে আসতে পারে পরিবর্তন
ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। টেস্ট সিরিজে সাকিব বাহিনীর ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টি সিরিজটিও খোয়ানোর পথে টাইগাররা। শর্টার ফরম্যাটের এই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামছে টাইগাররা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০মিনিটে শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে উইন্ডিজ।
টেস্ট সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটিং সমস্যায় ভুগছে ডমিঙ্গোর শিষ্যরা। সাকিবের একমাত্র ইনিংসটি ছাড়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যর্থ বোলাররা। একাধিক ওভার করা কোনো বোলারই সাতের নিচে রান দেননি। চারজন ওভার প্রতি রান দেন নয়ের বেশি।
এদিকে একাদশে আসতে পারিবর্তন। গায়ানার উইকেট অনেকটা স্পিন সহায়ক হওয়ায় তিন পেসারের পরিবর্তনে দুই পেসারেই ফিরতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে তাসকিনের জায়গায় প্লেয়িং ইলেভেনে ঢুকতে পারেন নাসুম।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।