পুরুষদের সমান ম্যাচ ফি পাচ্ছেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা
নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। কেন উইলিয়ামসন-টম লাথামদের সমান ম্যাচ ফি পাবেন নিউ জিল্যান্ডের নারী ক্রিকেটাররা। সম্প্রতি নতুন পাঁচ বছরের চুক্তি হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট ও কিইউই ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মধ্যে।
সংবাদমাধ্যমকে এনজেডসি প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘এটা আমাদের খেলাধুলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। এর মধ্য দিয়ে এনজেডসি, গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন ও খেলোয়াড়দের আর আলাদা করা যাবে না। ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ভিতটা তৈরি হলো।’
পুরুষ ও মহিলাদের পেশাদার ক্রিকেটকে একটি মাস্টার চুক্তির অধীনে একত্রিত করা হল এই প্রথম বারের মতো। এছাড়া ঘরোয়া ক্রিকেটের চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের সংখ্যা ৫৪ থেকে বাড়িয়ে ৭২ করা হয়েছে।
এবং চুক্তিটি কার্যকর হবে ১ অগস্ট থেকে।
নিউজিল্যান্ড ক্রিকেটারদের ম্যাচ-ফি :
টেস্ট: ১০,২৫০ নিউজিল্যান্ড ডলার
প্লাঙ্কেট শিল্ড: ১৭৫০ নিউজিল্যান্ড ডলার।
ওয়ানডে: ৪ হাজার নিউজিল্যান্ড ডলার
টি-টোয়েন্টি: ২৫০০ নিউজিল্যান্ড ডলার
ফোর্ড ট্রফি: ৮০০ নিউজিল্যান্ড ডলার
সুপার স্ম্যাশ: ৫৭৫ নিউজিল্যান্ড ডলার।