এজবাস্টন টেস্ট: বড় লিডের পথে ভারত
বড় লিড নিয়ে এজবাস্টন টেস্ট জয়ের পথে ভারত। বেয়ারস্টোর ব্যাটে ভর করে ইংলিশরা লড়াইয়ে ফিরলেও শেষ পর্যন্ত লিডটা ঠিকই ধরে রাখল বুমরাহর দল।
পঞ্চম টেস্টের প্রথম দিন থেকে বৃষ্টি বারবার বাধা ফেলেছে এজবাস্টনে। ভারতের ৪১৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৮৪-৫।
দ্বিতীয় দিন এজবাস্টনে বিরাট-বেয়ারস্টোর বাগযুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর ১৪০ বলে ১০৬ রানের ইনিংস খেলে যান বেয়ারস্টো। তবে তৃতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৮৪ রানে।
৪টি উইকেট নেন সিরাজ, ৩টি উইকেট বুমরার নামের পাশে। ২টি উইকেট পেয়েছেন সামি এবং ১টি উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর। ভারতের লিড ছিল ১৩২ রানের।
তৃতীয় দিনেই শুরু হয়ে যায় বিরাট কোহলিদের দ্বিতীয় ইনিংস। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে ওপেনার শুভমন গিল ১৭ রান করেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান।
গিলের সঙ্গে ওপেন করতে নেমে চেতেশ্বর পূজারা থেকে গেলেন তৃতীয় দিনের শেষ অবধি। পাশাপাশি পূর্ণ করে ফেললেন হাফসেঞ্চুরিও। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১২৫। ক্রিজে অপরাজিত চেতেশ্বর পূজারা ৫০* রানে এবং ঋষভ পন্থ ৩০* রানে। এবং ২৫৭ রানের লিড ভারতের।