হারের মাঝেও অনন্য সাকিব, গড়লেন বিশ্বরেকর্ড
টেস্টে ফর্ম নেই বাংলাদেশের।টি-টোয়েন্টিতেও ধ্বজভঙ্গ টাইগাররা। এত ব্যর্ততার পরও পঁচা গোবরের একমাত্র পদ্মফুল সাকিব আল হাসান। ব্যক্তি হিসেবে একের পর এক রেকর্ড ছুঁয়ে যাচ্ছেন তিনি। এবার নতুন করে আর এক রেকর্ড গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে দুই হাজার রান এবং ১০০ উইকেট পাওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম এক হাজার রান এবং ১০০ উইকেট পাওয়ার কীর্তিও ছিল সাকিবের। এবার সেই রেকর্ডটিকেই আরও উঁচুতে নিয়ে গেলেন এই অলরাউন্ডার।
রোববার ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আলো কেড়েছেন সাকিব। করেন অপরাজিত ৬৮ রান। বাংলাদেশ ক্যারিবীয়দের কাছে ৩৫ রানে হারলেও ম্যাচের একমাত্র প্রাপ্তি সাকিবের রেকর্ড। এদিন বল হাতে সাকিব পেয়েছেন ১ উইকেট, যেটি ছিল ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তার ১২০তম উইকেট।
বাংলাদেশের হয়ে সর্বপ্রথম টি-টোয়েন্টিতে ২ হাজারি ক্লাবে যোগ দিয়েছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। ২০০৫ রান নিয়ে রিয়াদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন সাকিব। রিয়াদের মোট রান এখন ২০২১।