পিজেএলে মেন্টরের দায়িত্বে আফ্রিদি-স্যামি-মালিক-মিয়াঁদাদ
পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজন করতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল)। প্রতিটি দলের জন্য থাকবেন একজন করে মেন্টর। যার জন্য ইতোমধ্যে চার গুণি মেন্টর নিয়োগ দিয়েছে।
চার মেন্টরের মধ্যে রয়েছেন, পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের সঙ্গে শহীদ আফ্রিদি, শোয়েব মালিক এবং ওয়েস্ট ইন্ডিজের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।
১৫ থেকে ১৯ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে এই টি-টোয়েন্টি লিগটি আয়োজন করতে যাচ্ছে পিসিবি। আগামী পহেলা অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লিগটি উদ্বোধন হতে পারে।
পিজেএলে দল থাকবে ৭ টি। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭ লাখ মার্কিন ডলার। ইতোমধ্যেই মোট ২৪ টি প্রতিষ্ঠান পাকিস্তানের জুনিয়র লিগের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। পিএসএলের তিন ফ্রাঞ্চাইজি দল কিনতে এক পায়ে খাড়া। প্রথম আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ১৯টি।