প্রথম ম্যাচে হোঁচট খেয়ে শুরু করেছিলেন। দ্বিতীয় ম্যাচে আর সেই সুযোগ দিলেন না নোভাক জোকোভিচ। সরাসরি সেটে জিতে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে উঠে পড়লেন ছয়বারের উইম্বলডন বিজয়ী জোকো। অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন ইউএস ওপেন জয়ী এমা রাদুকানু।
নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ার থানাসি কোক্কিনাকিসকে হারালেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে। উইম্বলডনের সেন্টার কোর্টে জোকোভিচের ম্যাচ জিততে সময় লাগল দু’ঘণ্টার সামান্য বেশি।
গত মাসে রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ ও আলেকজান্ডার জভেরেভের মতো তারকাদের হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছিলেন কার্লোস আলকারাজ। র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা এই স্প্যানিশ সেনসেশন উইম্বলডনে তার জয়যাত্রা অব্যাহত রেখেছেন। নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকসপুরকে ৬-৪,৭-৬ (৭-০) ও ৬-৩ ব্যবধানে হারিয়ে তিনি পরের রাউন্ডের টিকিট কেটেছেন।
অন্যদিকে মহিলাদের দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানু। উইম্বলডনের ঘরের মেয়ে ৩-৬, ৩-৬ ব্যবধানে হারলেন ক্যারোলিন গার্সিয়ার কাছে। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন না প্রতিযোগিতার দশম বাছাই রাদুকানু। তাঁর বিদায়ে স্বপ্নভঙ্গ হল ব্রিটিশদের।