বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা উইন্ডিজের, বড় পরিবর্তন
টেস্ট সিরিজ জয়ের সাফল্য নিয়ে আগামী ২ জুলাই থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। আর এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই ১৩ সদস্যের দল ঘোষণা করে উইন্ডিজ। যার মধ্যে সর্বশেষ টি-২০ সিরিজে খেলা সাত জনকে বাদ দিয়েছেন নির্বাচকরা।
বাংলাদেশের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ থেকে অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে আগেই। এছাড়া নেই টি-টোয়েন্টির দুই বিধ্বংসী ব্যাটার আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়ার। বাদ পড়া অন্য পাঁচজন হলেন- ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল ও সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কাইরন পোলার্ড।
প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডমিনিকার উইন্ডসর পার্কে। ২ ও ৩ জুলাই। ৭ জুলাই গায়ানার জাতীয় স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ম্যাচটি। একই স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, শামারা ব্রুকস, আকিল হোসেইন, আলঝারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র। রিজার্ভ রাখা হয়েছে ডমিনিক ড্রেকসকে।