অহেতুক ইংল্যান্ডের রাস্তায় ঘোরাঘুরি, বিসিসিআই এর কাছে ধমক খেল কোহলিরা
বর্তমানে বিশ্বব্যাপী করোনার প্রকোপ আগের মতো নেই। তাই বিধিনিষেধও কমে এসেছে অনেকটা। তবে করোনার প্রকোপ কমলেও, করোনা কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তার প্রমাণ হাতেনাতে পেয়েছ ভারতীয় দল। লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের মাঝেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার করোনা পজিটিভ হওয়ার খবর সামনে আসে।
ইংল্যান্ডে হুট করে করোনার প্রকোপ বাড়ায় ইতিমধ্যেই ক্রিকেটারদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু সে কথায় গুরুত্ব না দিয়ে ইংল্যান্ডের রাস্তায় অপ্রয়োজনে ঘোরাঘুরি করেছে ভারতীয় ক্রিকেটাররা। জৈব সুরক্ষা বলয় না থাকায় যে যার মতো করে রাস্তায় ঘুরে বেরিয়েছে, ছবি তুলেছে। এতে ক্রিকেটারদের ওপর বিরক্ত হয়ে তাদের ধমক দিয়েছে ভারতীয় বোর্ড।
ভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ‘বোর্ডের তরফে কয়েকজন খেলোয়াড়কে অহেতুক বাইরে ঘোরাফেরা করার জন্য ধমক দেওয়া হয়েছে। বলা হয়েছে অপ্রয়োজনে বাইরে অবাধভাবে যেন তারা ঘুরে না বেড়ান।’
ইংল্যান্ড-ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজের স্থগিত হওয়া শেষ টেস্ট এজবাস্টনে শুরু হবে আগামী পহেলা জুলাই থেকে। এই টেস্টে করোনা আক্রান্ত রোহিতের খেলা নিয়ে আছে সংশয়। সিরিজের প্রথম চার টেস্টে ২-১ এ এগিয়ে আছে ভারত।