চলতি বছরের আট টেস্ট খেলা বাংলাদেশের জয় মাত্র একটিতে। বছরের প্রথমে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র এর পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ, শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে সিরিজ হার, এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরো একবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল টাইগাররা।
সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের অবস্থা অনেকটাই নড়বড়ে। এমন এক পরিস্থিতিতে আজ নিজের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
দেশের টেস্টের বর্তমান অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট খুব ভালো ছিল না। মাঝে আমরা ঘরের মাঠে কিছু টেস্ট জিতেছিলাম, একটা উন্নতির দিকে যাচ্ছিল, হঠাৎ করে আবার একটু নিচের দিকে গিয়েছে। টেস্ট ক্রিকেটে আমরা কখনোই ধারাবাহিক ছিলাম না। একটা ফরম্যাটেই আমরা ধারাবাহিক―সেটা ওয়ানডে ক্রিকেট। ২০১৫ সাল থেকে আমরা ওয়ানডেতে ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছি।
শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার দ্বায়ে মুমিনুল হকের অধিনায়কত্ব ছাড়ার পর তৃতীয় মেয়াদে দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পান সাকিব আল হাসান। সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ বাজে ভাবে হারলেও টেস্টে সাকিবকে অধিনায়ক হিসেবে পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য আশীর্বাদ মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এই বিষয়ে মাশরাফি বলেন, ‘সাকিব যে অধিনায়ক হয়েছে, এটা আমি মনে করি আমাদের জন্য আশীর্বাদ। এ কারণে মনে করি টেস্ট ক্রিকেটে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ও পারফর্মারের হাতে অধিনায়কত্ব থাকা উচিত এবং সেটা আছে। আমি যেটা বললাম, রাতারাতি কোনো কিছু চিন্তা করলে হবে না। ’
মাশরাফি বরং সাকিবকে সময় দিতে চান। এছাড়া টেস্ট ক্রিকেটে ব্যর্থতা কাটিয়ে উঠতে পরামর্শে তিনি বলেন, ‘আমাদের প্রথম পরিকল্পনা ছিল আমরা ঘরের মাঠে যতটা সম্ভব ম্যাচ জিতবো, ৮০ শতাংশ ম্যাচ আমরা কীভাবে জিততে পারি। তো ওই যে বললাম টেস্ট ক্রিকেটেও আমাদের শুরু হয়েছিল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারিয়েছিলাম। ওই জায়গা থেকে একটু পিছিয়ে সমস্যা হয়ে গেছে। তবে হোমে সর্বাধিক ম্যাচ এখন আমাদের জিততে হবে।’