টিভিতে সম্প্রচার হবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের বাকি ম্যাচগুলো
বহু নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি সব ম্যাচ সরাসরি সম্প্রচার হবে টেলিভিশনে। সিরিজের বাকি ম্যাচ গুলো বাংলাদেশের ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি সম্প্রচার করবে। বিষয়টি নিশ্চিত করেছে চ্যানেলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।
এদিকে, আইসিসিও বিসিবিকে নিশ্চিত করেছে যে তারা ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজের বাকি ম্যাচ গুলো বিনামূল্যে দেখাবে আইসিসি টিভিতে। ২০০১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ টিভিতে দেখানো হয়নি। শেষবার বাংলাদেশ দলের টেস্ট সিরিজ টিভিতে দেখানো হয়নি ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সময়।
এর আগে প্রথম টেস্ট দেখতে বাংলাদেশের দর্শকদের গলদঘর্ম হতে হয়েছে। সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে অ্যান্টিগা টেস্টের ফিড কেনেনি দেশের কোনো চ্যানেল। ফলে টিভি পর্দায় ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছিলেন দর্শকরা।
আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় তথা সিরিজের শেষ টেস্ট শুরু হবে। প্রথম টেস্টে বাজে ভাবে হেরে পিছিয়ে থেকেই দ্বিতীয় টেস্টে খেলতে নামবে সাকিব বাহিনী।
টেস্ট সিরিজের পর ২, ৩ ও ৭ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১৩ এবং ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।