জাকারিয়া পিন্টু ও বাদল রায়কে স্মরণ করেনি ফুটবলাঙ্গন!
জাকারিয়া পিন্টু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক। ২০২৪ সালের ১৮ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়াবিদের প্রথম প্রয়াণ দিবসে তার ক্লাব মোহামেডান, দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে, সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব কেউই তাকে স্মরণ করেনি। বাংলাদেশের হয়ে মাত্র খেলা শুরু করা কানাডার সামিত সোম ভারতের বিপক্ষে জয় উৎসর্গ করে পিন্টুকে স্মরণ করেছেন।
১৮ নভেম্বর এই বছর বাংলাদেশ-ভারত এশিয়া কাপ ম্যাচ ছিল। ফুটবল ফেডারেশন ও ফুটবলসংশ্লিষ্টদের ওই দিন ব্যস্ততার অজুহাত দেয়ার সুযোগ আছে।
কিন্তু গতকাল ২২ নভেম্বর বাদল রায়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে অজুহাত দেখানোর সুযোগ নেই। গত বছর বাফুফে ফেসবুক পেজে বাদলকে স্মরণ করলেও এবার করেনি।
বাদল বাংলাদেশের ফুটবল তো বটেই, গোটা ক্রীড়াঙ্গনে অতি প্রিয় এক মুখ ছিলেন।
জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার হিসেবে অবসর নেওয়ার পর মোহামেডান, ফুটবল ফেডারেশনের সঙ্গে জড়িত ছিলেন আমৃত্যু।
ক্যাসিনো কান্ডের পর অসুস্থ বাদলের নেতৃত্বেই মোহামেডানের পুনর্জাগরণ হয়েছে। সেই তাকে মোহামেডান ক্লাবও স্মরণ করেনি কাল।
বাদল মারা গেছেন, পাঁচ বছর হয়ে গেছে।
সময়ের ব্যবধানে খানিকটা পেছনে পড়লেও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টুর প্রথম মৃত্যুবার্ষিকীতে ফুটবলাঙ্গনের স্মরণ না করা দুঃখজনকই।
পিন্টুর শেষ বিদায়ের সময় মোহামেডান ক্লাব ও ফুটবল ফেডারেশন দুই সংগঠনই তার স্মৃতি রক্ষার্থে বিশেষ কিছু করার ঘোষণা দিয়েছিল।
এক বছর পেরিয়ে গেলেও কিছুই হয়নি।
দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের সঙ্গে তার ৬০ বছরের বেশি সম্পর্ক। ফুটবল ফেডারেশনেও ছিলেন নানা সময় নানা ভূমিকায়।
সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব। সেই সংগঠনও এবার স্মরণ করেনি দুই কিংবদন্তি পিন্টু ও বাদলকে। এ নিয়ে সাধারণ সম্পাদক ইকবাল গাফফার বলেন,
‘গতকাল আমাদের আরেক ফুটবলার নিয়ে স্মরণসভা হয়েছিল। সেখানে বাদল দা, পিন্টু ভাই সহ প্রয়াত আরো অনেকের জন্য দোয়া করা হয়েছে। আগামীতে আমরা মৃত্যুবার্ষিকীর দিনগুলোতেই স্মরণ করার চেষ্টা করব।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক ছাইদ হাসান কানন এখন মোহামেডানের কোচ, আবার ফুটবল ফেডারেশনের সদস্যও।
মোহামেডান ও ফেডারেশন কেউই বাদল ও পিন্টুকে স্মরণ না করায় দুঃখ ও দায়বদ্ধতা নিয়ে তিনি বলেন,
‘পিন্টু ভাই ও বাদল দার মতো ব্যক্তিদের অবশ্যই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। ক্লাব ও ফেডারেশন দুই জায়গাতেই বলব আগামীতে যেন তারাসহ আরো যারা প্রয়াত হয়েছেন, তাদের স্মরণ করা হয়। এটুকু সম্মান ও শ্রদ্ধা তাদের অবশ্যই প্রাপ্য।’

