মৌসুমি টানা বৃষ্টিপাত আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলায় ভয়াবহ বন্যায় অন্তত ৪০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। যার ফলে দিশেহারা অবস্থা দুই জেলার মানুষের। উদ্ধার ও ত্রাণের জন্য হাহাকারও বাড়ছে তাদের।
এমন অবস্থায় সিলেট অঞ্চলের মানুষের জন্য আকুতি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির তারকা হামজা দেওয়ান চৌধুরী।
বাংলাদেশী বংশদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী তার অফিশিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে জানান, সিলেটে বন্যা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। পুরো সিলেট বিভাগজুড়েই ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হয়েছে। আসুন আমরা যে যেভাবে পারি সাহায্য করি।
এই পোস্টে তিনি ‘ফুটস্টেপস’ নামের একটি বেসরকারি সামাজিক সংস্থাকে সাহায্যের মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং সাহায্য পাঠানোর উপায় জানান। পোস্টটি সবাইকে শেয়ার করার অনুরোধও জানান তিনি।
বিকাশ একাউন্ট নম্বর: 8801810038655 (রেফারেন্স হিসেবে নিজের ইমেইল ব্যবহার করুন)
নগদ একাউন্ট (পার্সোনাল): +8801848167731
ব্যাংক ট্রান্সফার- ব্র্যাক ব্যাংক
ব্রাঞ্চ: গুলশান এভিনিউ
ফুটস্টেপস ফাউন্ডেশন
অ্যাকাউন্ট নাম্বার: 1501202933961001
রাউটিং নাম্বার: 060261726
হামজা চৌধুরী বর্তমানে একজন প্রফেশনাল ইংলিশ ফুটবলার যিনি লেস্টার সিটির হয়ে ফুটবল খেলেন।