রহমতগঞ্জকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপার পথে বসুন্ধরা কিংস
৩৮ দিন পর পুনরায় শুরু হওয়া ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান শক্ত করলো বসুন্ধরা কিংস।
মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে নিজেদের আধিপত্য বিস্তার করে খেলেছেন অস্কার ব্রুজনের শিষ্যরা। যার ফলে গোলের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি কিংসকে।
ম্যাচের ৩৪তম মিনিটে রহমতগঞ্জ গোলরক্ষক জিয়াউর রহমান লাল কার্ড পেলে পাল্টে যায় দৃশ্যপট। ওই লাল কার্ডে পাওয়া ফ্রি কিক থেকে সেট পিসে দলকে এগিয়ে নেন মিগেল দামাশানো। রহমতগঞ্জের বদলি গোলরক্ষক তুষার লাফ দিয়েও আটকাতে পারেননি।
দশ জনের দলে পরিণত হওয়া রহমতগঞ্জের গোল পোস্টে ২ মিনিটের মাথা আবারও বল জালে জড়ায় অস্কার ব্রুজনের শিষ্যরা। ব্যবধান দ্বিগুণ করেন আরেক ব্রাজিলিয়ান রবসন। শেষ পর্যন্ত ওই দুই গোল ধরে রেখেই সহজ জয় নিয়ে মাঠে ছেড়েছে সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা।
এই হারে রহমতগঞ্জ কিছুটা অবনমনের চাপে পড়েছে। ১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ১০ নম্বরে রয়েছে পুরান ঢাকার ক্লাবটি। এক ম্যাচ কম খেলা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা ক্রীড়া সংঘের পয়েন্ট যথাক্রমে ৮ এবং ৬।