খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ১৫ই জানুয়ারি ২০২৫

বিশ্রাম প্রয়োজন মুমিনুলের?

0

দীর্ঘ লম্বা সময় ধরে রান খরায় আছেন টেস্ট অধিনায়ক থেকে সদ্য ইস্তফা দেয়া মুমিনুল হক। টেস্টে শেষ ১০ ইনিংসে ডাবল ভিজিটের ঘরও স্পর্শ করতে পারেনি তিনি। এমন অবস্থায় উপায় না দেখে টেস্টের নেতৃত্বই ছাড়লেও ছন্দে ফিরতে পারেবি মুমিনুল। অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসে ফিরেন যথাক্রমে ০ ও ৪ রানে।

মুমিনুল সর্বশেষ ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন গত জানুয়ারিতে নিউজিল্যান্ডে। এরপর যে নিজেকে হারিয়েছেন, আর খুঁজেই পাচ্ছেন না। সবশেষ ১০ ইনিংসে তার রান মাত্র ২৮। এমন অবস্থায় মুমিনুলের কি বিরতি নেয়া উচিত?

অ্যান্টিগা টেস্টে হারের পর এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘এটা আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু যেটা হচ্ছে যে, আমার তো ওর সাথে সবসময় কথা হয়। আবারো কথা হবে। ও যদি মনে করে যে, হ্যাঁ ওর বিরতির দরকার আছে, সেটা হতে পারে।’

এসময় ‘টেস্ট স্পেশালিস্ট’ হিসেবে খ্যাত মমিনুল হককে রানে ফিরতে সাবেক টাইগার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, ‘এই মুহূর্তে আসলে মমিনুলের যা করা উচিত, আমার অভিজ্ঞতা থেকে মনে হয়, যেহেতু গত ১৩-১৪টা ইনিংস তার ভালো যাচ্ছে না। তার আউটগুলো যদি খেয়াল করি, দেখা যাবে ডিফেন্স করতে গিয়ে আউট হয়েছে। সে খুবই সৎ। নিজের থেকে চাচ্ছে (ফর্মে) ফিরে আসার জন্য। যে কারণে রান পাওয়ার জন্য অনুশীলন ম্যাচগুলোতে সে ওপেনিংয়েও নেমে গেছে। কিন্তু সেভাবে সফল হতে পারছে না।

তিনি আরো বলেন, ‘সে রক্ষণাত্মক মেজাজে আছে। একটু আগ্রাসী যদি হয়, তাহলে আমি মনে করি তার জন্য ইতবাচক হবে। যখন খারাপ সময় আসে, তখন ভাগ্যও পাশে থাকে না।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy