কোহলি-বাবর-সাকিব খেলবেন একই দলে!
বাবর-কোহলি-সাকিবকে কি এইবার একই দলের হয়ে খেলতে দেখা যাবে? হ্যাঁ, সত্যি সত্যি এশিয়ার এই তারকা ক্রিকেটাররা একই জার্সিতে মাঠ মাতাতে যাচ্ছেন। তাও আন্তর্জাতিক ম্যাচে। এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
২০২৩ সালে পুনরায় ‘আফ্রো-এশিয়া কাপ’ শুরু করতে চাইছে এসিসি। এশিয়ার সেরা একাদশের সঙ্গে খেলা হবে আফ্রিকার সেরা একাদশের। ২০০৭ সালের পর এই প্রতিযোগিতা আর হয়নি। ২০০৫ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।
টি-টোয়েন্টি ফরম্যাটে আগামী বছরের জুনে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে এসিসি। টুর্নামেন্টটিতে এশিয়া একাদশের হয়ে ভারত ও পাকিস্তান,বাংলাদেশ ছাড়াও দেখা যেতে পারে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ক্রিকেটারদের।
চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাধারণ সভায় এই ম্যাচ নিয়ে আলোচনা হতে পারে। যদিও এখনও নিশ্চিত নয়, তবে আশাবাদী এসিসি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) হেড অব মার্কেটিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান প্রভাকরণ থানরাজ বলেছেন, বোর্ডগুলো থেকে এখনও আমরা কোনও নিশ্চয়তা পাইনি। সাদা কাগজ নিয়ে এখনও দৌড়ঝাপ করছি। তবে দ্রুতই বোর্ডগুলোর কাছে প্রস্তাব জমা দেয়া হবে। আমাদের পরিকল্পনা ভারত-পাকিস্তানের সেরা ক্রিকেটারদের এক ছাতার নিচে আনা।
সর্বশেষ ২০০৫ ও ২০০৭ সালে মাঠে গড়ানো আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে খেলেছিলেন পাকিস্তানের শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, ইনজামামুল হক, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ইউসুফ, ভারতের বীরেন্দ্রর শেবাগ, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, এম এস ধোনি, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, বাংলাদেশের মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা।