ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এখনই সময়: রবার্তো কার্লোস
ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। টুর্নামেন্টটির সর্বোচ্চ পাঁচবার শিরোপা ঘরে তুলেছে দলটি। তবে সবশেষ সাফল্যটা এসেছিল ২০ বছর আগে অর্থাৎ ২০০২ সালে।
সেবার এশিয়ার দেশ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত হওয়া আসরে সবশেষ বিশ্বকাপ জিতে সেলেসাওরা। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কিংবদন্তি রবার্তো কার্লোস। তিনি বললেন দীর্ঘ দুই দশকের খরা কাটিয়ে ব্রাজিলের এখনই বিশ্বকাপ জয়ের সময়।
কার্লোস বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রাজিলের একটি দুর্দান্ত দল আছে। এটাই (বিশ্বকাপ) জয়ের সময়, কারণ আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সবশেষ ছবিটি ২০০২ সালের। আমি খুব আশাবাদী। বিশ্বকাপ জেতা সহজ নয়। ব্রাজিলের বর্তমান দলটা যথারীতি তারা দুর্দান্ত খেলা খেলেছে, তবে অতটা ভালো করতে পারছে না।’
তবে কার্লোস মনে করেন নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে শিরোপা জিতবে ব্রাজিলই। এবারের বিশ্বকাপে ফেভারিট দলগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল।
লাতিন অঞ্চলের শীর্ষে থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
২০০২ সালের পর থেকে পার হয়ে গেছে চারটি বিশ্বকাপ। শেষ চারটি আসরেই খালি হাতে ফিরতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। ২০১৪ সালে ঘরের মাঠেও পারেনি শিরোপা জিততে। সেই প্রত্যাশা এবার নেইমার-কোতিনহোরা কতটুকু পূরণ করবেন সেটা সময়ই বলে দেবে।