বিশ্বকাপের আগে আবুধাবিতে প্রস্তুতি নেবে আর্জেন্টিনা
চলতি বছরের নভেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমকালো আয়োজন ফিফা বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি সারবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাতের অন্যতম শহর আবুধাবিতে ক্যাম্প করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিষয়টি নিশ্চিত করেছে ‘বুয়েন্স আয়ার্স টাইমস’।
মেসিদের প্রস্ততি ক্যাম্পের লক্ষ্য ইতিমধ্যেই আবুধাবি স্পোর্টস কাউন্সিলের (এডিএসসি) সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। ৩৫ বছর বয়সী মেসির ক্ষেত্রে এবারই সম্ভবত শেষ বিশ্বকাপ এবং এবারই শেষ সুযোগ তার বিশ্বকাপ জয়ের জন্য। সুতরাং, আরব আমিরাতে প্রস্তুতি নিয়ে মধ্যপ্রাচ্যের আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে বিশ্বকাপেও ভালো করার সম্ভাবনা তৈরি হবে।
আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হবে এবারের বিশ্বকাপ। আর এই বারের বিশ্বকাপে আর্জেন্টিনা পড়েছে গ্রুপ ‘সি’তে। গ্রুপে লিওনেল মেসিদের সঙ্গী হচ্ছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড। ২২ নভেম্বর প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে লা আলবিসেলেস্তারা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো এবং গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে ৩০ নভেম্বর।