চলতি বছরে ‘ডাক’ মারার রেকর্ডে সবার উপরে বাংলাদেশ
আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছরে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছে বাংলাদেশী ব্যাটাররা। চলতি বছরে এখন পর্যন্ত ৭ টেস্ট খেলা বাংলাদেশ দলের দলগত ‘ডাক’ সংখ্যা ৩০টি। সব ফরম্যাট মিলে যা ৩৫টি।
২০২২ সালে সর্বোচ্চ ‘ডাক’ মারা তালিকায়ও সবার উপরে আছে বাংলাদেশী তিন ব্যাটারের নাম। টেস্টে ৫ ম্যাচের ৮ ইনিংসে ৬টি ‘ডাক’ মেরে শীর্ষে আছেন পেসার খালেদ আহমেদ। পরের দুজনই স্বীকৃত ব্যাটার। দুই নম্বরে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় ৯ ইনিংসে ৪ বার শূন্য রানে আউট হয়েছেন। তিনে আছেন সদ্য টেস্ট অধিনায়ক থেকে ইস্তফা দেয়া মুমিনুল হক। তিনিও ১২ ইনিংসে ৪ বার ‘ডাক’ মেরেছেন।
এছাড়া দলগত দিক থেকে তালিকার দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। তাদের ‘ডাক’ সংখ্যা ২২টি। এর পরের অবস্থানে আরব আমিরাত ও ইংল্যান্ডের ‘ডাক’ সংখ্যা যথাক্রমে ১৯ ও ১৮। আর ব্যক্তিগত ডাকের ক্ষেত্রে তিন টাইগারের পরে আছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার। দুজনেই ৩টি করে ‘ডাক’ মেরেছেন।