ওয়ানডেতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড
২০১৮ সালে ওয়ানডে ক্রিকেটে ৬ উইকেটে ৪৮১ রান তুলে বিশ্বরেকর্ড গড়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। ফের চার বছর পর নিজেদের গড়া রেকর্ড নিজেরাই ভাঙলো ইংলিশরা। অ্যামস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ইংল্যান্ড সর্বকালের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৪৯৮ রান করে চার উইকেট হারিয়ে।
ম্যাচের শুরুতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১ রানে সাজ ঘরে ফিরে ইংলিশ ওপেনার জেসন রয়। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে স্বাগতিক বোলারদের রীতিমতো শাসন করতে থাকেন ফিল সল্ট ও ডেভিড মালান। এ সময় দুজন মিলে গড়েন ২২২ রানের জুটি।
আর দুজনই দেখা পান সেঞ্চুরির। সল্ট ৯৩ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন ১৪ চার এবং ৩ ছয়ে। আর মালান ৯ চার ও ৩ ছক্কায় ১০৯ বলে করেন ১২৫ রান। এর পরের গল্প ইংলিশ উইকেট-রক্ষক ব্যাটার জস বাটলার এরই। আজকের ম্যাচে সবচেয়ে বিধ্বংসী ছিলেন এই ব্যাটার। ৭০ বলে ১৬২ রান করেন। যাতে ১৪ ছক্কা ও সাতটি চারের মার রয়েছে।
শেষ দিকে লিয়াম লিভিংস্টোন এর ২২ বলে ৬৬ রানের ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪৯৮ রানে ইংলিশদের ইনিংস।