খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২৭শে জুলাই ২০২৪

তিনটি দেশে হবে ২০২৬ সালের বিশ্বকাপ

0

দরজায় কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমকালো আয়োজন ফুটবল বিশ্বকাপ। আর মাত্র মাস পাঁচেক বাদেই কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের ২০২২ আসর। এদিকে বিশ্বকাপের ২০২২ আসর শুরুর আগেই ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়ে গেছে ২০২৬ ফুটবল আসরের। 

২০২৬ সালে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘দ্যা গ্রেটেস্ট অন আর্থ’। শুধু তাই নয়, ২০২৬ বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দেশকে দেখতে পাওয়া যাবে ট্রফির জন্য লড়তে। 

মেক্সিকো এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপ আয়োজন করেছিল। প্রথম দেশ হিসেবে সর্বোচ্চ তিনবার বিশ্বকাপের স্বাগতিক হতে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্র এর আগে একবার বিশ্বকাপ আয়োজন করেছিল, ১৯৯৪ সালে। সেবার অবশ্য তারা একাই ছিল স্বাগতিক দেশ। কানাডার জন্য এবারই প্রথম বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা হতে যাচ্ছে।

 

২০২৬ বিশ্বকাপের ১৬ ভেন্যুর নাম:

  1. মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা (যুক্তরাষ্ট্র)
  2.  জিলেট স্টেডিয়াম, বোস্টন (যুক্তরাষ্ট্র)
  3.  এটি অ্যান্ড টি স্টেডিয়াম, ডালাস (যুক্তরাষ্ট্র)
  4.  এনআরজি স্টেডিয়াম, হিউস্টন (যুক্তরাষ্ট্র)
  5.  অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি (যুক্তরাষ্ট্র)
  6.  সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলস (যুক্তরাষ্ট্র)
  7.  মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক/ নিউজার্সি (যুক্তরাষ্ট্র)
  8.  হার্ড রক স্টেডিয়াম, মায়ামি (যুক্তরাষ্ট্র)
  9.  লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম, ফিলাডেলফিয়া, (যুক্তরাষ্ট্র)
  10.  লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো বে (যুক্তরাষ্ট্র) 
  11.  লুমেন ফিল্ড স্টেডিয়াম, সিয়াটল (যুক্তরাষ্ট্র)
  12.  এস্তাদিও আকরোন, গুয়াদালাহারা (মেক্সিকো)
  13.  এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি (মেক্সিকো) 
  14.  এস্তাদিও বিবিভিএ বানকোমার, মন্তেরেই (মেক্সিকো) 
  15.  বিএমও ফিল্ড, টরন্টো (কানাডা)
  16.  বিসি প্লেস, ভ্যানকুভার (কানাডা)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy