খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫

বাফুফের কাউন্সিলর গ্রহণ করেনি অলিম্পিক!

আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার জন্য বাফুফের কাউন্সিলর গ্রহণ করেনি অলিম্পিক! গতকাল দুপুরের পর বাফুফে বিওএ’তে প্রতিনিধির নাম প্রেরণ করলেও বিওএ সেটা গ্রহণ করেনি।

ফলে আজকের সভায় বাফুফের কোনো প্রতিনিধি যোগদান করতে পারছেন না বলে নিশ্চিত করেছেন বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শেফাউল কবীর। 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভার জন্য জুলাইয়ের প্রথম দিকেই তাদের অধিভুক্ত সংস্থাগুলোকে চিঠি দিয়েছিল।
অধিকাংশ প্রতিষ্ঠান নির্ধারিত ১৫ জুলাইয়ের মধ্যে কাউন্সিলরদের নাম পাঠিয়েছে। নির্ধারিত সময়ের কয়েক দিন পর আসলে বিওএ সেগুলো গ্রহণ করেছে।

সর্বশেষ ২৭ জুলাই বিওএ এজিএমের জন্য কাউন্সিলরের হালনাগাদ তালিকা প্রকাশ করে। এরপর বাফুফে হুঁশ ফিরে গতকাল ২৯ জুলাই বিকেলের দিকে নাম প্রেরণ করে।

ফুটবল অলিম্পিক ডিসিপ্লিন হওয়ায় বিওএ’তে বাফুফে দুই জনকে প্রতিনিধি করতে পারে।
আজকের এজিএমের জন্য বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি আব্দুস সালামের নাম পাঠিয়েছিল।
ফেডারেশন থেকে কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে বিওএ’র স্পষ্ট নির্দেশনা নির্বাহী সভা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে কার্যবিবরণীসহ প্রেরণ।

বাফুফে কাউন্সিলর মনোনয়ন নিয়ে আনুষ্ঠানিক কোনো সভাই করেনি। উল্টো হেটেছে অভিনব পথে।
হ্যাপি ও সালামের নাম কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়ে নির্বাহী কমিটির সকলের কাছে ‘হ্যাঁ’, ‘না’ মতামত চেয়েছে।
চিঠি পাঠিয়ে ‘হ্যাঁ’ না মতামতের চেয়ে এই সংক্রান্ত অনলাইনে অথবা ফেডারেশনে জরুরি সভা আয়োজন আরও সহজ ছিল।

বাফুফের কাউন্সিলর গ্রহণ করেনি অলিম্পিক!

অলিম্পিক অ্যাসোসিয়েশনের অধিভুক্ত ২৬ ফেডারেশন নির্বাহী কমিটির মধ্য থেকেই কাউন্সিলর মনোনয়ন করেছে।
নির্বাহী কমিটির কেউ অলিম্পিকে মনোনীত হলে সংশ্লিষ্ট ফেডারেশনের কার্যকর প্রতিনিধিত্ব এবং দুই সংগঠনের মধ্যে সমন্বয় ও পরিকল্পনা সহজ হয়। সেখানেও বাফুফে হেঁটেছে একেবারে ভিন্ন পথে।

ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি আব্দুস সালাম বাফুফের নির্বাহী কমিটিতে নেই। এমনকি ২০২৪ সালে বাফুফে নির্বাচনে কাউন্সিলরও ছিলেন না।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন। সেই সংস্থার পেশাদারিত্ব, আধুনিকতা অনুসরণ করবে অন্য ফেডারেশন। সেখানে অন্য ফেডারেশনগুলোই বাফুফেকে পথ দেখাচ্ছে।

বাফুফের দুই-একজন কর্মকর্তা মুখে এসব বুলি ছড়ালেও বাস্তব কর্মকাণ্ড বিওএ’র কাউন্সিলরশীপ গৃহীত না হওয়ার মাধ্যমেই স্পষ্ট।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy