জালিয়াতির অভিযোগে বিশ্বকাপ থেকে বহিষ্কার হবে ইকুয়েডর, পরিবর্তে চিলি!
দরজায় কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমকালো আয়োজন ফুটবল বিশ্বকাপ। আর এই কাতার বিশ্বকাপকে সমানে রেখে ইতিমধ্যেই শেষ হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব।
ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের পর চতুর্থ দেশ হিসেবে লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে ইকুয়েডর। তবে বিশ্বকাপে ইকুয়েডরের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
খেলোয়াড়ের জন্মসনদ জালিয়াতির অভিযোগে ইকুয়েডরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে চিলি। আর সেই অভিযোগ প্রমাণিত হলে কাতার বিশ্বকাপ থেকেই নিষেধাজ্ঞা পেতে পারে ইকুয়েডর।
এক্সপ্রেসের খবরে জানা গেছে, বাছাইপর্বে খেলা ইকুয়েডরের রাইটব্যাক বায়রন কাস্তিলোকে নিয়ে এই অভিযোগ। চিলির পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছেন ব্রাজিলীয় আইনজীবী এদুয়ার্দো কারলেজ্জো। ফিফা অভিযোগের তদন্ত করছে।
কাস্তিল্লো ইকুয়েডরের হয়ে আটটি বাছাই ম্যাচ খেলেছেন, এর মধ্যে সাত ম্যাচে প্রথম একাদশে ছিলেন। খেলেছেন ৬১৪ মিনিট। গোলে অ্যাসিস্ট একটি। জানা গেছে, ১০ জুন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ফিফা। ইকুয়েডর কি বাদ পড়বে? তারা বাদ পড়লে কি চিলি নাকি পেরু কিংবা কলম্বিয়ার আশা জাগবে সেই প্রশ্নের উত্তর মিলবে ঐ দিন।