২২তম গ্র্যান্ড স্লাম জিতলেন রাফায়েল নাদাল
রুডকে উড়িয়ে রেকর্ড ১৪তম বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। রোলা গারোঁর ফাইনালে নিজের আধিপত্য দেখিয়ে ৬-৩, ৬-৩ ও ৬-০ গেমে ম্যাচ জিতে নেন ক্লে-কোর্টের রাজা।
দীর্ঘ ১৭ বছরে ৩০টি ফাইনাল খেলে এখন পযর্ন্ত মাত্র ৮ বারই ব্যর্থ ছিলেন রাফায়েল নাদাল। বাদ বাকি ২২ বারই শিরোপা ঘরে তুলে রেকর্ড সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক এই স্প্যানিশ তারকা। যার ফলে গ্র্যান্ড স্ল্যাম জেতার সংখ্যার দিক থেকে তার বড় দুই প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের চেয়ে আরও দুইধাপ এগিয়ে গেলেন নাদাল।
ইনজুরি কাটিয়ে ফেরা রাফায়েল নাদালের শিরোপা জয় তো দূরের কথা, আসরে ঠিকমতো খেলতে পারবেন কি না তা নিয়েই ছিল অনিশ্চয়তা। কিন্তু লড়াই করে ফাইনালে পৌঁছেই দেখা দিলেন স্বরূপে। জন্মদিনে সেমিফাইনালে জিতে রাফায়েল নাদাল ওঠেন ফাইনালে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও সে ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন স্প্যানিশ তারকা।
রোলা গারোঁর ফাইনালে নাদাল প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে ক্ষণিকের জন্য চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়েছিলেন রুড। চতুর্থ গেমে নাদালের সার্ভিস ব্রেক করেন আশা। তবে, তাতে যেন আরও তেতে ওঠেন নাদাল। পরে আর কোনো গেমই জিততে পারেননি ২৩ বছর বয়সী রুড। ৬-৩, ৬-৩ ও ৬-০ গেমে প্রথমবারের মত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠা ক্যাস্পার রুডকে উড়িয়ে শিরোপা উদযাপন করেন রাফায়েল নাদাল।