জো রুটের ব্যাটে লর্ডস টেস্ট জিতল ইংল্যান্ড
জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে লর্ডস টেস্ট চতুর্থ দিনেই জিতে নিয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের দেওয়া ২৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।
শুরু থেকেই পেন্ডুলামের মতো দুলতে দেখা যায় ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের ভাগ্যে। পেসারদের আধিপত্যে লর্ডস টেস্ট প্রথম ইনিংসে নাকাল অবস্থা ছিল দুই দলেরই। নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে মাত্র ১৩২ রানে অল-আউট করেও বিশেষ সুবিধা করতে পারেননি ব্রিটিশরা। কেননা তাঁরাও প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৪১ রানে।
প্রথম ইনিংসে ৯ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৮৫ রানে গুটিয়ে যায়। ডারিল মিচেল ১০৮ ও টম ব্লান্ডেল ৯৬ রান করে আউট হন। সুতরাং, জয়ের জন্য শেষ ইনিংসে ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭৭ রানের।
জবাবে ব্যাট করতে নেমে কাইল জেমিসনের বোলিং তোপে ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ইংলিশরা। এরপর সাবেক অধিনায়ক জো রুট ও বর্তমান অধিনায়ক বেন স্টোকসের ব্যাটে শুরুর ধাক্কা সামলে নিয়ে রানের চাকা সচল রাখতে থাকে ইংল্যান্ড।
ব্যক্তিগত অর্ধশতকের পরে অধিনায়ক বেন স্টোকস সাজ ঘরে ফিরলেও অপর দিকে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইংলিশ ব্যাটার জো রুট। ১১৭ বলে ১২ চারে ১১২ রানে অপরাজিত রুট। অন্যদিকে কিউইদের হয়ে দ্বিতীয় ইনিংসে একাই চার উইকেট শিকার করেন কাইল জেমিসন।