দ্বিতীয় বারের মত ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন সিওনতেক
দ্বিতীয় বারের মতো নারী একক ইভেন্টে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতল পোল্যান্ড তারকা সিওনতেক। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেও সিওনতেকের কাছ থেকে সাফল্য ছিনিয়ে নিতে না যুক্তরাষ্ট্রের কোকো গফ।
আজ শনিবার রোলাঁ গাঁরোয় ফাইনালে সরাসির সেটে জিতে শিরোপার উল্লাস করেন সিওনতেক। বিশ্বের এক নম্বর তারকা মাত্র এক ঘন্টার লড়াইয়ে ৬-১, ৬-৩ গেমে জিতেছেন। ম্যাচে প্রতিপক্ষকে মোটেও সুযোগ দেননি পোল্যান্ডের এই তারকা।
২১ বছর বয়সী পোল্যান্ড তারকা এর আগে ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। সেবার সোফিয়া কেনিনকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্লামের শিরোপা উল্লাসে মেতেছিলেন।
অন্যদিকে, পুরো টুর্নামেন্টে চমক দেখালেও ফাইনালে সেভাবে মেলে ধরতে পারলেন না মার্কিন কোকো গফ।