৮ রানে অল আউট নেপাল!
৮ রানেই শেষ একটা দলের ইনিংস। বিশ্বাস করতে না পারলেও এমন অবিশ্বাস্য কান্ড ঘটেছে আন্তর্জাতিক ক্রিকেটে। মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪৯ বলে মাত্র ৮ রানেই অল আউট হয়েছে নেপাল মহিলা অনূর্ধ্ব ১৯ দল। আর সেই বাধা মাত্র ১.১ বলেই টপকেছে আরবের দেশটি।
মালয়েশিয়ায় চলছে আইসিসি অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই পর্ব। সেখানে নেপালের অনূর্ধ্ব ১৯ মহিলা দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সেখানে ‘০’ রানের কোটা পার হতে পারেননি ছয় ব্যাটার। সর্বোচ্চ রান স্নেহা মাহারার। তিনি ১০ বল খেলে তিন রান করেন।
আমিরাতের ডান হাতি স্পিনার মাহিকা গৌড় ৪ ওভার বল করে ২ রান দিয়ে ৫ উইকেট নেন। মেডেন ২টি। নন্দকুমার ছয় রান দিয়ে ৩ উইকেট নেন। ৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আরব আমিরাত সাত বলেই লক্ষ্যে পৌঁছে যায়। ১১৩ বল বাকি থাকতেই দুই ওপেনার তীর্থা সতীশ এবং লাবণ্য কেনি এই অল্প রান নিয়ে ফেলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে এটিই সর্বনিম্ন ইনিংস। এর আগে ২০১৭ সালে ঘরোয়া ক্রিকেটে নাগাল্যান্ডের অনূর্ধ্ব ১৯ মহিলা দল ওয়ানডে ম্যাচে দুই রানে অল আউট হয়ে যায় কেরলের বিরুদ্ধে।