১৮ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া
দীর্ঘ ১৮ বছর পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। চলতি বছরের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা।
সাধারণত আইসিসির বড় টুর্নামেন্টগুলো ছাড়া মাইটি অস্ট্রেলিয়াকে খুব একটা দেখা যায় না র্যাঙ্কিংয়ের নিচের দিকের দেশগুলোর বিপক্ষে খেলতে। বিশেষ করে দ্বিপক্ষীয় সিরিজ তো একেবারেই নয়। যদিও মাঝেমধ্যে ত্রিদেশীয় সিরিজে র্যাঙ্কিংয়ের নিচের দিকের দেশগুলোর বিপক্ষে অজিরা খেললেও, তাও কিন্তু খুব একটা বেশি নয়।
সবশেষ ২০১৪ সালে হারারে স্পোর্টস ক্লাবে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেবার প্রথম দেখায় হারলেও দ্বিতীয় ও শেষ দেখায় অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয়বার অজিদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল জিম্বাবুয়ে।
এদিকে আগস্ট ২০২২ থেকে জানুয়ারি ২০২৩ পর্যন্ত ঘরের মাটিতে সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে দীর্ঘ দেড় যুগ পর ঠাঁই মিলেছে জিম্বাবুয়ের। শেষবার দুই দল দ্বিপাক্ষিক সিরিজ (ওয়ানডে) খেলেছিল ২০০৪ সালে।
জিম্বাবুয়ে ছাড়া অস্ট্রেলিয়া ঘরের মাটিতে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ম্যাচের সূচি প্রকাশ করেছে। এছাড়া আগস্ট থেকে পরবর্তী ছয় মাসের সূচিতে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ও ইংলিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আর বছরের শেষদিকে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট ও প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।