পারিশ্রমিক জটিলতায় আসছে না এইচপি কোচ রেডফোর্ড
বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) টিমের পেস বোলিং ক্যাম্প চলছে কক্সবাজারে। সেখানে শ্রীলঙ্কান বোলিং কোচ চম্পকা রামানায়েকের অধীনে কাজ করছেন ক্রিকেটাররা। তবে,হেড কোচ টোবি রেডফোর্ডের ক্যাম্পে যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তা।
হেড কোচ টোবি রেডফোর্ড। ১ জুন থেকে ক্যাম্পে যোগ দেয়ার কথা থাকলেও পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় নির্ধারিত তারিখে আসছেন না তিনি। এমনকি তার সাথে চুক্তিও বাতিল করতে পারে বিসিবি। পারিশ্রমিকের পুরো অর্থ ডলারে চাওয়ার কারণে তৈরি হয়েছে এমন জটিলতা।
বোর্ডের এক কর্মকর্তা জানান, রেডফোর্ড আসার কথা ছিল। কিন্তু সে এখন নতুন করে দাবি তুলেছে। তার দাবি হল চুক্তির অর্থ পুরোটা ডলারে দেওয়ার জন্য। আমরা সেটা করতে পারছি না। কারণ বাংলাদেশ সরকার এটার অনুমোদন দেয় না।
সরকারি নিয়ম অনুযায়ী তার পারিশ্রমিকের ৮০ শতাংশ বিদেশি অ্যাকাউন্টে দেয়া যাবে৷ বাকি ২০ শতাংশ বাংলাদেশের কোনো অ্যাকাউন্টে দিতে হবে। রেডফোর্ড সেটা মানছেন না। পুরোটা ওর বিদেশি অ্যাকাউন্টে চাচ্ছেন ।
১৫ মে থেকে শুরু হয়েছে কক্সবাজারের অনুশীলন পর্ব, চলবে ১ জুন অবধি। সেখানে হবে ফিটনেস ও বোলিং ক্যাম্প। কক্সবাজারের পর ক্যাম্প হবে সিলেটে। ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত হবে স্কিল অনুশীলন। সেখান থেকে চট্টগ্রাম। ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর সেখানে হবে স্কিল ক্যাম্প এবং অনুশীলন ম্যাচ।