লিভারপুল ছাড়ছেন মানে, পরবর্তী গন্তব্য বায়ার্ন?
লিভারপুলের সাথে দীর্ঘ ছয় বছরের প্রেমের সমাপ্তি ঘটতে যাচ্ছে সেনেগাল তারকা সাদিও মানের। গুঞ্জন আছে জার্মান ক্লাব বায়ার্নে পাড়ি জমাচ্ছেন এই ফরওয়ার্ড।
ফুটবল ট্রান্সফার বিষয়ক সাংবাদিক ফ্যব্রিজিও রোমনোর তথ্য মতে, ‘সাদিও মানে এই গ্রীষ্মে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই ক্লাব কর্তৃপক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হবে।’
তিনি আরো যোগ করেন, ‘বায়ার্ন তাকে দলে ভেড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত নয়। মানেকে দলে ভেড়াতে অন্য ক্লাবগুলোও প্রতিযোগিতায় আসতে পারে।’
এদিকে চলতি মৌসুমে দুর্দান্ত সময় পার করছেন সাদিও মানে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে করেছেন ২৩ গোল। ২০২১-২২ মৌসুমে আছেন ব্যালন ডি’অরের দৌড়ে। লিভারপুলের সঙ্গে আরও এক বছর চুক্তির মেয়াদ আছে তার।
২০১৬ সালে ইংলিশ ক্লাব সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন মানে। ক্লাবের হয়ে প্রায় সব কাপ জেতার সুখস্মৃতি আচে তার। ক্লাবের হয়ে ১৯৬ ম্যাচ খেলে গোল করেছেন ৯০টি। গত ছয় বছরে অলরেডদের হয়ে জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবো কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ।