টেস্টে লিটনের দ্রুততম ২ হাজার রান
মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৪১তম রান নেওয়ার মাধ্যমে বাংলাদেশের অষ্টম ক্রিকেটার হিসেবে টেস্টে ২ হাজার রানের মাইফলক ছুঁয়েছেন লিটন কুমার দাস। এ মাইফলকে পৌঁছাতে এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটারের লেগেছে ৩৩ ম্যাচ। যা কিনা বাংলাদেশী ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম।
প্রায় সাত বছর আগে টেস্ট অভিষেকে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে প্রথম ইনিংসে ৪৪ রান ও দ্বিতীয় ইনিংসে ফিফটির মধ্যে দিয়ে নিজের জাত চিনিয়ে ছিলেন লিটন দাস। সাত বছরের ক্যারিয়ারে ৩৩ টেস্টের ৫৬ ইনিংসে ব্যাট করে ২ হাজার রান করলেন লিটন। যেখানে তিন সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১২টি হাফসেঞ্চুরির ইনিংস।
এর আগে বাংলাদেশের হয়ে লিটনের চেয়ে কম ইনিংসে ২ হাজার রান করেছেন মুমিনুল হক ও তামিম ইকবাল। বর্তমান টেস্ট অধিনায়ক ৪৭ ইনিংসেই করে ফেলেছিলেন ২ হাজার রান, তামিমের লেগেছিল ৫৩ ইনিংস।