সাকিব-লিটনের ব্যাটে লিড নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে লিড নিয়ে লাঞ্চ বিরতিতে গেল বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান।
মিরপুরে চতুর্থ দিনে শেষ বিকেলে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে মাত্র ২৩ রান যোগ করতেই টপ অর্ডারকে হারায় বাংলাদেশ দল। এমণ অবস্থায় শেষ দিনে ম্যাচ বাঁচাতে টিকে থাকাই একমাত্র লক্ষ্য টাইগারদের । সেই লক্ষ্যে মাঠে নেমে দিনের শুরুতেই মুশফিকুর রহিমকে হারাল মুমিনুল হকের দল।
দিনের অষ্টম ওভারে কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন মুশফিক। মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কা ভালোভাবেই জেঁকে বসেছিল টাইগার শিবিরে। এরপর সাকিব আল হাসানকে নিয়ে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধেছেন লিটন দাস। দুইজনের ব্যাটে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে ৮ রানের লিডে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ দল।
মধ্যাহ্ণ বিরতির আগে ৬১ বলে ৭ বাউন্ডারিতে ক্যারিয়ারের ২৭ নম্বর ফিফটি তুলে নিয়েছেন সাকিব। লিটন অপরাজিত আছেন ৪৮* রানে। দুজনের অবিচ্ছিন্ন ৬ষ্ঠ উইকেট জুটিতে এসে গেছে ৯৬* রান।