খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪

আফগানদের বোলিং কোচের দায়িত্বে উমর গুল

0

আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার উমর গুল। প্রাথমিক চুক্তি অনুসারে চলতি বছরের শেষ পর্যন্ত আফগান পেসারদের সঙ্গে কাজ করবেন তিনি। জুনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে এই নতুন যাত্রার শুরু হবে গুলের।

আফগানদের দায়িত্ব নেয়ার আগে গতবছর পিএসএলে প্রথমবারের মতো কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি। বোলিং কোচ হিসেবে কোয়েটা গ্লাডিয়েটর্সের দায়িত্ব পালন করেন।

গেল এপ্রিল মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের ক্যাম্পে বোলিং পরামর্শক হিসাবে কাজ করেন গুল। ওই ক্যাম্পে আফগান দলের ব্যাটিং উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয় সাবেক পাকিস্তান অধিনায়ক ইউনুস খানকে। যিনি পরে আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন। এবার গুল পেলেন বোলিং কোচের দায়িত্ব।

উমর গুল ২০২০ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান জাতীয় দলের হয়ে ৪৭ টেস্টে ১৬৩ উইকেট, ১৩০ ওয়ানডেতে ১৭৯ এবং ৬০ টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট শিকার করেছিলেন উমর গুল।

বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আফগান দল এখন জিম্বাবুয়েতে। ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত হারারেতে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy